নেটিজেনের নামে ১০০ কোটির মামলা দিলেন রাবিনা

নেটিজেনের নামে ১০০ কোটির মামলা দিলেন রাবিনা

ছবি: সংগৃহীত

পথচারীদের হামলার শিকার হয়ে আলোচনায় এসেছেন বলিউড তারকা রাবিনা ট্যান্ডন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে কথাও বলেছিলেন। সেই রেশ না কাটতেই আলোচনায় এলেন ফের। নেটিজেনের নামে ১০০ কোটির মামলা করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কয়েকদিন আগে মুম্বাইয়ের কার্টার রোডে রিজভি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় তিনজনকে ধাক্কা মারেন রাবিনা। সেসময় স্থানীয়রা যখন তাদের ঘিরে ধরে তখন অভিনেত্রী নেমে আসেন। এবং পাল্টা চোটপাট চালান।

তবে চোটপাটে হিতে বিপরীত হয়। প্রতিউত্তরে স্থানীয়রা চড়াও হন রাবিনার ওপর। এতে যেন হুঁশ ফেরে নায়িকার। অবস্থা বেগতিক দেখে রীতিমতো হাতজোড় করেন। ‘ধাক্কা দেবেন না, দয়া করে আমাকে মারবেন না।’ বলে মিনতি করতে থাকেন।

এরইমধ্যে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যাতে নাখোশ অভিনেত্রী। ভিডিও প্রকাশকারীর নামে ১০০ কোটির মামলা ঠুকে দিলেন তিনি।