চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

সংগৃহীত ছবি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার প্রায় ৩ শতাধিক মানুষ ঈদ উদযাপন করছেন।

রোববার (১৬ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিনটোল ও বাগানপাড়ায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন।

অন্যদিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘি এলাকায় শতাধিক পরিবার ছিয়াত্তর বিঘি আম বাগানে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন তারা। সেই সঙ্গে সবাই মিলে পশু কোরবানি দেন।

উল্লেখ্য, কয়েক বছর ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন তারা।