পশুর বর্জ্য অপসারণে মাঠে পরিচ্ছন্নতা কর্মীরা

পশুর বর্জ্য অপসারণে মাঠে পরিচ্ছন্নতা কর্মীরা

সংগৃহীত ছবি

সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঢাকাসহ সারা দেশে সকাল থেকে লাখ লাখ পশু কোরবানি করা হয়েছে। পরিবেশ ও মানবস্বাস্থ্য সুরক্ষায় এখন পশুর বর্জ্য অপসারণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরই মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে শুরু হয়েছে কোরবানির পশুর বর্জ্য অপসারনের কাজ। 
সোমবার সকাল থেকে পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর নির্ধারিত স্থানে পশুর বর্জ্য ব্যাগভর্তি করে রাখেন অনেকেই। 
দুপুরে দুই সিটির মেয়র বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। ভ্যাপসা গরম উপেক্ষা করে বর্জ্য অপসারণে কাজ করছেন তারা।
পরিচ্ছন্নতাকর্মীদের একাংশ ঝাড়ু দিয়ে সড়কের ময়লা একত্রিত করে নিচ্ছেন। আরেক দল একত্রিত করা ময়লা সংগ্রহ করে নির্ধারিত স্থান পর্যন্ত নিয়ে যাচ্ছেন। আরেকটি দল শুধু কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ করছেন। সব কিছু এক জায়গায় নিয়ে আসার পর বড় গাড়ির মাধ্যমে তা নিয়ে যাওয়া হচ্ছে ডাম্পিং স্টেশনে। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন মোহাম্মদ সবুজ। গণমাধ্যমে তিনি বলেন, আমরা সকাল থেকেই কাজ করতাছি। দুপুরের আগে সব ময়লা ক্লিয়ার করমু। গরম অনেক, একটু কষ্ট তো হইতাছে।