মেহেরপুরে ঈদ জামাত অনুষ্ঠিত

মেহেরপুরে ঈদ জামাত অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে বিভিন্ন ঈদগাহগুলোতে অনুষ্ঠিত হয়েছে ঈদ-উল-আজহার জামাত। সকাল থেকেই বিভিন্ন ঈদগাহে ঈদের জামাতে অংশগ্রহণ করে মুসল্লিরা। সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের পৌর ঈদগাহ ময়দানে।

এখানে ঈদের নামাজ পড়েন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক শামীম হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, পৌর মেয়র মাহফুজুর রহমানসহ জেলার গণ্যমান্য ব্যক্তি এই জামাতে অংশগ্রহণ করেন। ঈদের জামাতে খুতবা পেশ করেন খতিব শাহজামাল হোসেন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। এবার জেলায় প্রায় চারশত ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।