জবাইয়ের সময় গরুর লাথিতে প্রাণ গেল যুবকের

জবাইয়ের সময় গরুর লাথিতে প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি

কক্সবাজারের রামুতে কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথিতে আব্দুল হাকিম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুন) সকাল ১০টার দিকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘুদালিয়া কাঁটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাকিম ঈদগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘুদালিয়া কাঁটা এলাকার বাসিন্দা।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান গণমাধ্যমকে জানান, ঘুদালিয়া কাঁটা এলাকায় আবছার কামাল নামের এক প্রবাসীর ঘরে কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথিতে আব্দুল হাকিম আহত হন। পরে তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।