শিল্পীদের ১০ লাখ টাকা দিলেন ডিপজল

শিল্পীদের ১০ লাখ টাকা দিলেন ডিপজল

ছবি: সংগৃহীত

কোরবানির ঈদটা বেশ জমিয়ে উদযাপন করার পরিকল্পনা ছিল অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের। সমিতির পক্ষ থেকে দিয়েছিলেন তিন তিনটি গরু কোরবানির ঘোষণা। তবে ঈদের দুইদিন আগে তার বড় ভাই চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি মো. শাহাদাৎ হোসেন ওরফে বাদশার মৃত্যুতে সব পরিকল্পনা ভেস্তে যায় অভিনেতার। 

তাই বলে নিরাশ করেননি শিল্পীদের। ঘোষণানুযায়ী সব বাস্তবায়ন করতে না পারলেও ঈদ উপলক্ষে নগদ দশ লাখ টাকা দিয়েছেন শিল্পীদের। গতকাল বুধবার এ অর্থ প্রদান করেন তিনি। এদিন এফডিসির মসজিদে তার ভাই বাদশাহর জন্য মিলাদ অনুষ্ঠিত হয়। 

এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘সবাই জানেন আমার বড় ভাই মারা গেছেন। যার জন্য গরু কিনতে পারিনি। গরু কেনার ১০ লাখ টাকা শিল্পী সমিতির ফান্ডে দিয়েছি। কার্যনির্বাহী কমিটি এই টাকা সবার মধ্যে বিলিয়ে দিবে। উপস্থিত যারা ছিলেন আমি নিজ হাতে তাদের এ উপহার দিয়েছি। উপহার পেয়ে তারা খুশি।’

তিনি আরও বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলছি—আমি শিল্পী সমিতিতে নিতে আসিনি, দিতে এসেছি। চলচ্চিত্রের কীভাবে ভালো হয় তা নিয়েই কাজ করব। আমি চলচ্চিত্র ও শিল্পীদের মঙ্গল চাই। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।’