আর্জেন্টিনা জয় পেলেও দলের ওপর চটেছেন স্কালোনি

আর্জেন্টিনা জয় পেলেও দলের ওপর চটেছেন স্কালোনি

লিওনেল স্কালোনি

কোপা আমেরিকার এবারের আসরের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের আটলান্টায় আজ মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-কানাডা। একাধিক গোল মিস করলেও শেষ পর্যন্ত কানাডাকে ২-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জয় দিয়ে কোপা শুরু করলেও ম্যাচে গোল মিস নিয়ে একই সঙ্গে আয়োজকদের নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অনেক বিষয়ের নিজের অসন্তোষ প্রকাশ করে স্কালোনি বলেন, ‘আমরা সাত মাস আগে জানতাম, এখানে খেলব এবং তারা (আয়োজকেরা) মাত্র দুদিন আগে ঘাস পরিবর্তন করেছে। এটা মোটেও উচিত হয়নি। এই ধরনের মাঠে খেলোয়াড়ের জন্য উপযুক্ত নয়। অন্তত আমাদের জানাতে পারত।’

নিজ দল সম্পর্কে তিনি বলেন, ‘এই দলটি গোল করার সুযোগ তৈরি করে। আবার সিংহের মতো রক্ষণও শামাল দেয়। জয় সবসময় অনেক কিছুকে শক্তিশালী করে দেয়। আমি আগেই বলেছিলাম কানাডা কঠিন প্রতিপক্ষ। আমাদের জন্য এটি ভালো পরীক্ষা ছিল।’

জয় পেলেও দলের ওপর কিছুটা চটে আছেন কোচ। কানাডার বিপক্ষে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছে আর্জেন্টিনা। বিশেষ করে দলের সেরা তারকা লিওনেল মেসির একাধিক মিস মোটেও ভালো লাগেনি আর্জেন্টিনা কোচের। তিনি বলেন, ‘আমি এটিকে ভালোভাবে দেখছি না মোটেও। ম্যাচের কিছু পরিস্থিতি আমার পছন্দ হয়নি। পরে দলের সঙ্গে সেগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করব।’

পরের ম্যাচ বুধবার (২৬ জুন), প্রতিপক্ষ চিলি। গত আসরের প্রথম ম্যাচে চিলিয়ানদের বিপক্ষে ড্র করেছিল আর্জেন্টিনা। এছাড়া ২০১৫ ও ২০১৬ সালে ফাইনালে চিলির কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় মেসিরা। তাই তো সে ম্যাচের পরিকল্পনা এখনই করে ফেলেছেন স্কালোনি।

তিনি বলেন, ‘আমরা প্রতিপক্ষকে কীভাবে পরাস্ত করতে হয়, তার ওপর ভিত্তি করে খেলি। আমরা সবসময় এটা করি, পরের ম্যাচেও এটা (পরিকল্পনা) একই রকম হবে।’