অবৈধ ফোনে বাজার সয়লাব

অবৈধ ফোনে বাজার সয়লাব

প্রতিকী ছবি।

প্রতিটি মোবাইল ফোনের জন্য ১৫ সংখ্যার একটি স্বতন্ত্র আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি) নম্বর থাকে।

কিন্তু মোবাইল অপারেটর রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম জানিয়েছেন, তারা একটি আইএমইআই নম্বরের নিবন্ধন দিয়েই দেড় লাখের বেশি মোবাইল ফোনের খোঁজ পেয়েছেন। অর্থাৎ এসব ফোনই নকল।

রাজধানীর মোতালেব প্লাজা, বসুন্ধরাসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, দেদার অবৈধ মোবাইল বিক্রি হচ্ছে। ফেসবুকে বিজ্ঞাপন দিয়েও কপি ফোন বিক্রি হচ্ছে। বসুন্ধরায় স্যামসাংয়ের শোরুমে দেশি উৎপাদতি যে ফোন সেটের দাম ২৩ হাজার টাকা, পাশের দোকানে একই মডেলের সেট বিক্রি হচ্ছে ১৪-১৫ হাজার টাকায়। 

বর্তমানে দেশে স্মার্ট ফোন তৈরির সক্ষমতা প্রতি মাসে ১৫ লাখ । ফিচার ফোন প্রতিমাসে ২৫ লাখ উৎপাদন সম্ভব। বৈধ ফোনের বাজার কমতে থাকায় দেশে ফোন উৎপাদন কমছে। গত বছর ৩৩ শতাংশ উৎপাদন কমেছে।  

এমআইওবির সভাপতি বলেন, ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে বিক্রি হওয়ার কারণে দামের প্রতিযোগিতায় অবৈধ ফোনগুলোর সঙ্গে অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন দেশীয় মোবাইল ফোন উৎপাদকরা।