কামিন্সের হ্যাটট্রিকের পর লড়াকু পুঁজি আফগানদের

কামিন্সের হ্যাটট্রিকের পর লড়াকু পুঁজি আফগানদের

সংগৃহীত

এই ম্যাচ জিতলেই অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত, আর আসরে টিকে থাকতে হলে জয় চাই আফগানদের। এমন ম্যাচে প্যাট কামিন্সের হ্যাটট্রিকের পর লড়াকু পুঁজি পেয়েছে আফগানরা। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করেছে রশিদ খানের দল।

রোববার (২৩ জুন) কিংসটাউনে আর্নস ভ্যালে স্টেডিয়ামে ব্যাট করতে নেমে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ১১৮ রান।

এমন সূচনা পেলেও তা কাজে লাগাতে পারেনি আফগানরা। ৬০ রানে গুরবাজ ফেরার পর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন দলের বাকি ব্যাটাররা। দলের পক্ষে ইব্রাহিম করেন সর্বোচ্চ ৫১ রান। এ ছাড়া করিম জানাত ১৩ ও মোহাম্মদ নবী ১০ রানে অপরাজিত থাকেন।

আফগান ইনিংসের শেষদিকে সব আলো নিজের দিকে টেনে নেন প্যাট কামিন্স। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা এ বোলার আজও পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। রশিদ খান, করিম জানাত ও গুলবাদিন নাঈবকে ফিরিয়ে এ কৃতিত্ব অর্জন করেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে হ্যাট্ট্রিকের মধ্যে দিয়ে টি-টোয়েন্টি-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে দুটি হ্যাটট্রিক করলেন কামিন্স। তাও আবার পরপর দুই ম্যাচে। যা আর কেউ পারেনি।