পোল্যান্ডের সঙ্গে ড্র করল ফ্রান্স

পোল্যান্ডের সঙ্গে ড্র করল ফ্রান্স

সংগৃহীত

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সিগন্যাল ইদুনা পার্কে পোল্যান্ডের সঙ্গে ড্র করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে প্রথমবার ইউরোতে গোল করলেও রবার্ট লেভানডোভস্কি তা ম্লান করে দিয়েছেন। দুই পেনাল্টি গোলের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।

ডর্টমুন্ডে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে পোল্যান্ড ও ফ্রান্সের। দুই দল আক্রমণ পাল্টা আক্রমনে মাচ জমিয়ে তোলে। ম্যাচের ৫৫ মিনিটে পোল্যান্ডের বক্সে ফাউলের শিকার হন দেম্বেলে। এমবাপ্পের শটের বিপরীতে ঝাঁপান স্কোরুপস্কি। ফ্রান্সের অধিনায়ক ইউরোতে পান প্রথম গোলের দেখা। তবে সেই আনন্দ ম্লান করে দেন লেভান্দোভস্কি।  

৭৬ মিনিটে পোল্যান্ডের খেলোয়াড় উপামেকানো ফাউল করেন সুইডারস্কিকে। রেফারি ভিএআর দেখে পেনাল্টি দেন পোল্যান্ডকে। দলটির সর্বকালের শীর্ষ গোলদাতা লেভানদোভস্কি শট নেন। মাইগনান ডানদিকে ঝাঁপিয়ে বল ঠেকান। কিন্তু লেভানদোভস্কি শট নেওয়ার আগেই গোললাইন ছেড়ে তিনি বেরিয়ে আসায় আবার সুযোগ পায় পোল্যান্ড। এবার নিচু কোনাকুনি শটে জাল কাঁপান লেভানদোভস্কি। 

ড্র করে গ্রুপে তৃতীয় হলেও পরের রাউন্ডে খেলবে পোল্যান্ডও।