লালমনিরহাটে বাসের ধাক্কায় মুয়াজ্জিন নিহত

লালমনিরহাটে বাসের ধাক্কায় মুয়াজ্জিন নিহত

প্রতিকী ছবি

লালমনিরহাটের সদর উপজেলায় বাসের ধাক্কায় নুরুজ্জামান (৫৮) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মহেন্দ্রনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান ঢাকনাই এলাকার মৃত আজমল মুন্সির ছেলে এবং চিনি পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, বুধবার সকালে মহেন্দ্রনগর বাজার এলাকায় বুড়িমারী-রংপুর মহাসড়কে পাটগ্রামগামী একটি লোকাল বাস নুরুজ্জামানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই তিনি মারা যান।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।