নেপালে বজ্রসহ ভারী বৃষ্টি, দুই দিনে ২০ জনের মৃত্যু

নেপালে বজ্রসহ ভারী বৃষ্টি, দুই দিনে ২০ জনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত।

নেপালে দুই দিন ধরে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১১ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া একই সময়ে বজ্রপাতে আরও নয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা প্রশাসক বুদ্ধ বাহাদুর গুরুং বলেছেন, কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিলোমিটার পশ্চিমে লামজুং জেলায় ভূমিধসে তিনটি বাড়ি ভেসে গেছে, এতে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।

নেপালের রাজধানী থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মোরাং জেলায় মঙ্গলবার থেকে বন্যায় চারজনের মৃত্যু হয়েছে। সেখানের জেলা কর্মকর্তা টেক কুমার রেগমি এ তথ্য নিশ্চিত করেছেন।

পশ্চিমে কাস্কি ও পূর্ব নেপালের ওখালধুঙ্গায় ভূমিধসে আরও তিনজনের মৃত্যু হয়েছে।জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষা মৌসুমে বেশিরভাগ পার্বত্য নেপালে বন্যা ও ভূমিধসে প্রতি বছর শত শত মানুষ মারা যায়।