গৌরনদী পৌর মেয়র নির্বাচিত হলেন আলাউদ্দিন

গৌরনদী পৌর মেয়র নির্বাচিত হলেন আলাউদ্দিন

আলাউদ্দিন ভুইয়া

গৌরনদী পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগের পদহীন নেতা আলাউদ্দিন ভুইয়া (নারিকেল গাছ) বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১০ হাজার ৫৪৪ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম জয়নাল আবেদীন (মোবাইল ফোন) পেয়েছেন ৪ হাজার ৭৮৬ ভোট। পরাজিত জয়নাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ সমর্থিত প্রার্থী ছিলেন।

বুধবার (২৬ জুন) ইভিএমে ভোটগ্রহণের পর সহকারী রিটার্নিং ও গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান বেসরকারিভাবে আলাউদ্দিন ভুইয়াকে বিজয়ী ঘোষণা করেন।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল বিকাল ৪টা পর্যন্ত উত্তেজনা পরিবেশে ভোটগ্রহণ করা হয়। ভোটকেন্দ্রে ঘুষ গ্রহণের অভিযোগে সকাল সাড়ে ৯টায় গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও দুজন সহকারী প্রিজাইডিং অফিসারকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ঘুষ নেওয়া ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় মেয়র পদটি শুন্য হয়েছিল। যদিও হারিছ নির্বাচনে পরাজিত হন।