চট্রগ্রাম কাস্টমসে বিদেশি সিগারেট জব্দ

চট্রগ্রাম কাস্টমসে বিদেশি সিগারেট জব্দ

ফাইল ছবি

চট্রগাম কাস্টম হাউসে বিদেশি মন্ড ব্র্যান্ডের সিগারেটের চালান জব্দ করেছে কাস্টম ও শুল্ক গোয়েন্দা।

বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় চালানটি জব্দ করা হয়।

চট্রগ্রাম কাস্টম হাউস ও শুল্ক গোয়েন্দার ঊর্ধ্বতন কর্মকর্তারা সিগারেট জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপন সংবাদে চালানটি নজরদারিতে রাখে চট্রগ্রাম কাস্টমস ও শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা।

বৃহস্পতিবার পরীক্ষা-নিরীক্ষা করে পুরো কন্টেইনারে মন্ড সিগারেট পাওয়া যায়।

চালানটি ব্যাংকক থেকে বাংলাদেশে নিয়ে এসেছে হ্যামকো করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান। আর ব্যাংকক থেকে পাকিস্তানি মালিকানাধীন প্রতিষ্ঠান এশিয়ান গ্লোবাল কোং।