স্মার্টফোনের বিমা করতে পারেন, জানুন কী কী সুবিধা পাবেন

স্মার্টফোনের বিমা করতে পারেন, জানুন কী কী সুবিধা পাবেন

ছবি: সংগৃহীত

শুনলে অবাক হবেন আপনার প্রিয় স্মার্টফোনটিরও বিমা করা সম্ভব। যদিও এই বিমা বাংলাদেশে তেমন একটা জনপ্রিয় নয়। কিন্তু অনেক দেশেই স্মার্টফোনের জন্য বিমা করান ব্যবহারকারীরা। স্মার্টফোন নির্মাতা ও পরিবেশক কোম্পানিগুলোও বিমা সুবিধা দিয়ে থাকে। দেশে ফোনের ডিসপ্লের ওপর বিমা সুবিধা দিয়ে থাকে বেশ কিছু কোম্পানি। 

ফোনের বিমা আসলে কী

মোবাইল বিমা হল এক ধরনের বিমা পলিসি যা বিশেষভাবে মোবাইল ফোনের জন্য ডিজাইন করা হয়েছে। এই পলিসি ফোনের ক্ষতি জন্য আপনাকে কভারেজ দেবে৷ এটি আপনার মোবাইল ডিভাইসে সরাসরি কেনা যেতে পারে। মোবাইল চুরি, ভেঙে গেলে এই বিমার মাধ্যমেই সুবিধা নিতে পারবেন গ্রাহক।

কেন ফোনের বিমা অপরিহার্য?

মোবাইল ফোনের বিমা বাধ্যতামূলক নাও হতে পারে, তবে এটি আপনার মোবাইল বা স্মার্টফোনের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষার পলিসি নিতেই পারেন। সেই কারণে মোবাইল ইন্স্যুরেন্সে বিনিয়োগ করা একটি স্মার্ট বিকল্প হতে পারে। 

ফোনের বিমা করালে কী সুবিধা পাবেন আপনি ?

১. চুরি থেকে সুরক্ষা 

একটি চুরি হওয়া ফোন পুনরুদ্ধার করা চ্যালেঞ্জিং। সেই ক্ষেত্রে ডেটা হারানো ও আর্থিক ধাক্কা লাগতে পারে আপনার৷ মোবাইল বিমা এই ধরনের পরিস্থিতিতে একটি নতুন ফোনের খরচ কভার করে।

২. দুর্ঘটনাজনিত সুরক্ষা
 
দামি মোবাইল ফোনগুলো ব্যয়বহুল হয়, ফলে সেগুলো মেরামত করতে বেশি খরচ পড়ে। মোবাইল বিমা দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য কভারেজ দেয়। এটি একটি স্মার্ট বিনিয়োগ।

৩. পানি বা তরল পড়ে ক্ষতিতেও কভারেজ 

মোবাইল বিমা সাধারণত পানি, আর্দ্রতা বা আর্দ্রতার কারণে দুর্ঘটনাজনিত ক্ষতি কভার করে, যা ওয়্যারেন্টিতে নাও দিতে পারে। 

৪. বেশি মেরামতের খরচ কভার করে

অ্যাপল, স্যামসাং, ওয়ানপ্লাস ইত্যাদির মতো হাই-এন্ড ফোনগুলো যথেষ্ট মেরামতি খরচ বহন করতে পারে। মোবাইল বিমা বড় মেরামতের বিল এড়াতে সাহায্য করে।

৫. ফোন হারানোর সুরক্ষা - আপনার ফোন হারিয়ে গেলে, ওয়্যারেন্টি সাধারণত ক্ষতিপূরণ দেয় না। মোবাইল বিমা এই ধরনের ক্ষেত্রে পুরো বিমার রাশির ক্ষতিপূরণ দিয়ে থাকে।

মোবাইল ফোনের বিমা কী কী কভার করা হয় ?

মোবাইল বিমা আপনার মোবাইল ডিভাইসের বিভিন্ন ধরনের ক্ষতির জন্য কভারেজ অফার করে। এখানে সাধারণত কী কভার করা হয় তা জানানো হল

১. চুরি বা ডাকাতি - ঘটনার রিপোর্ট করার ৪৮ ঘণ্টার মধ্যে হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত ফোনের বিমা কভারেজ দেওয়া হয়।

২. দুর্ঘটনাজনিত ক্ষতি - দুর্ঘটনাজনিত ক্ষতির সুরক্ষা, যেমন ড্রপ বা ফাটলের ক্ষেত্রে কভারেজ।

৩. তরল থেকে ক্ষতি - তরল থেকে ক্ষতির জন্য কভারেজ।

৪. প্রযুক্তিগত ত্রুটি - কানের জ্যাক, চার্জিং পোর্ট এবং টাচ স্ক্রিনগুলোর সমস্যাগুলোর মতো প্রযুক্তিগত ত্রুটিগুলোর জন্য কভারেজ৷

৫. স্ক্রিনের ক্ষতি - ফোনের স্ক্রিনের ক্ষতির জন্য কভারেজ।

৬. আগুনের ক্ষতি - আগুনের কারণে ক্ষতির জন্য কভারেজ।

৭. ডোরস্টেপ পিক-আপ এবং ড্রপ সুবিধা - কিছু নীতি মেরামতের জন্য ডোরস্টেপ পিক-আপ এবং ড্রপ সুবিধার সুবিধা দিয়ে থাকে।

৮. নো ক্লেম বোনাস - কিছু বিমা কোম্পানি পলিসি পুনর্নবীকরণের সময় পলিসি হোল্ডারদের একটি নো ক্লেম বোনাস অফার করে, যদি পূর্ববর্তী পলিসির মেয়াদে কোনও দাবি না জানানো হয়।

মোবাইল বিমা এই বিষয়গুলো কভার করে না?

যদিও ফোন বিমা পলিসিগুলো বেশিরভাগ ক্ষতির কভার করলেও, তারা অনেক কিছু কভার করে না।
১. রহস্যজনকভাবে ফোন হারানোর বিষয়টি কভারেজের মধ্য়ে পড়ে না।
২. চরম আবহাওয়ার কারণে ক্ষতি হলে ফোন কভারেজ দেয় না কোম্পানি।
৩. অবহেলার কারণে ফোন যখন চুরি হয়। 
৪. ফোন মালিক ব্যতীত অন্য কারও ব্যবহারের কারণে ক্ষতি
৫. ফোনে আগে থেকে ত্রুটি থাকলে কভারেজ পাবেন না।
৬. ইচ্ছাকৃতভাবে ফোনের ক্ষতি করলে কভারেজ পাবেন না।
৭. ওভারলোড বা পরীক্ষামূলক কিছু করে ফোনের ক্ষতি হলে কভারেজ পাওয়া যাবে না।