অলিম্পিকে সেরা টাইমিংয়ে চোখ ইমরানের

অলিম্পিকে সেরা টাইমিংয়ে চোখ ইমরানের

ছবি: সংগৃহীত

বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশ আজ বাংলাদেশ সময় দুপুর দুইটার পর বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনকে ই-মেইল করে। সেই ই-মেইলে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হয়।

অন্য দশটি দিনের চেয়ে আজকের দিনটি একটু ভিন্নই ছিল ইমরানের জন্য। আজ সকালেই তিনি অলিম্পিকে খেলার খবর পেয়েছেন। তাই তিনি বেশ উচ্ছ্বসিত। এক ভিডিও বার্তায় ইমরানুর রহমান বলেন, 'অনেক ভালো লাগছে আমি অলিম্পিকে অংশগ্রহণ করব। আমাকে মনোনয়ন দেয়ার জন্য অ্যাথলেটিক্স ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে ধন্যবাদ।'

অলিম্পিকে ইমরান ১০০ মিটার ইভেন্টে অংশগ্রহণ করবেন। এই ইভেন্টে ইমরানের সেরা  টাইমিং ১০.১১। গত বছর ইংল্যান্ডে একটি প্রতিযোগিতায় তিনি এই টাইমিং করেছিলেন। অলিম্পিকে নিজের সেরা টাইমিং অতিক্রম করাই তার লক্ষ্য, 'প্যারিসে আমার সেরা টাইমিংটাই করতে চাই। এজন্য নিজেকে প্রস্তুত করছি।'

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর যোগাযোগের মাধ্যমেই ইমরানের বাংলাদেশে খেলা শুরু। জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিয়েই জাতীয় রেকর্ড গড়ে দ্রুততম মানব হন। এরপর আর পেছন ফেরে তাকাতে হয়নি। বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট/গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ২০২৩ সালে কাজাখস্তান এশিয়ান ইনডোরে স্বর্ণ জিতে অ্যাথলেটিক্সে ইতিহাস গড়েন। তাই অলিম্পিকেও ইমরানকে নিয়ে খানিকটা আশাবাদ ফেডারেশন সাধারণ সম্পাদক মন্টুর, 'অলিম্পিকে আমরা প্রথম ধাপই বাদ পড়েছি। ইমরান নিজের সেরা টাইমিং করতে পারলে আমরা অন্তত পরের ধাপে খেলতে পারবো। আমাদের প্রাথমিক প্রত্যাশা এটুকুই।'

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ইংল্যান্ডেই বসবাস করেন। তিনি ইংল্যান্ডেই কোচের অধীনে প্রশিক্ষণ নেন। ইমরানের উন্নত অনুশীলনের জন্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও অ্যাথলেটিক্স ফেডারেশন সহায়তা করে।