জানা গেল ২০২৫ বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ

জানা গেল ২০২৫ বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরুর দিন-তারিখ এখনও ঠিক হয়নি। সূচি এখনও চূড়ান্ত না হলেও পুরোনো ৬ দলের অংশগ্রহণ এখনো নিশ্চিত না হলেও ড্রাফটের প্রাথমিক সময়সূচি বিবেচনা করে রেখেছে বোর্ড। কাল বোর্ড সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হবে। এমনটায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। 

বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘বিপিএলের গত আসরে যারা খেলেছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। বেশিরভাগ দল (আগামী আসরে) অংশগ্রহণ নিশ্চিত করেছে। দুই-একটা দল জানায়নি। তারা জানালে পরের পদক্ষেপ ঠিক করব।’

বিপিএলের ড্রাফট কবে হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে একটা (সময়) নির্ধারণ করেছি প্লেয়ার্স ড্রাফটের। এরপর স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে।’

সাধারনত জানুয়ারির শুরুতে বিপিএল মাঠে গড়ায়। তবে গত আসরের বিপিএল জাতীয় নির্বাচনের কারণে তিন সপ্তাহ পিছিয়ে মাঠে গড়িয়েছিলো। এবার আবার ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি। এসব বিবেচনা করে বিপিএলের সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী। 

তিনি বলেন, ‘এফটিপিতে আমাদের যে কমিটমেন্ট থাকে বা আইসিসির মেজর ইভেন্টে আমাদের যে কমিটমেন্ট থাকে, তার সঙ্গেই আমরা এডজাস্ট করে নেই। যদি কোনো ক্ষেত্রে বিবেচনা করার প্রয়োজন হয়, সেটা আমরা করে নেব।’

দশম আসরের বিপিএলে নেওয়া ফ্র‍্যাঞ্চাইজিগুলো হলো- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে এর সঙ্গে দল যুক্ত হবে কি না অথবা কোনও দল বাদ যাবে কি না এ নিয়ে এখনও কোনও কিছু জানাননি বিসিবির এই বিসিবির প্রধান নির্বাহী।