সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে উত্তোলন করা ৩০০ ঘনফুট বালু জব্দ
ছবিঃ সংগৃহীত।
সিলেটের জৈন্তাপুরে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় উত্তোলন করা আনুমানিক ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৭ জুলাই) সকালে অভিযানের নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে উম্মে সালিক রুমাইয়া বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় আনুমানিক ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।