আপনার ডিভাইসের নিরাপত্তায় যা করবেন

আপনার ডিভাইসের নিরাপত্তায় যা করবেন

প্রতীকী ছবি।

কম্পিউটার দীর্ঘদিন ব্যবহার করলে ধীরে ধীরে হার্ডড্রাইভের স্টোরেজ কমতে থাকে। ফলে কম্পিউটারে ধীরগতির সমস্যা দৃশ্যমান হয়। পিসির স্টোরেজ ফুল হওয়ার কারণে পিসি ওভার হিট করে। ফলে কম্পিউটার ঠিকঠাক কাজ করতে পারে না। মাঝেমধ্যে হ্যাং করে। অনেকে কাজ শেষে ঠিকভাবে পিসি বন্ধ করি না। কম্পিউটার ধীরগতি হওয়ার এটিও বড় কারণ। পিসির গতি স্বাভাবিক রাখতে ডেস্কটপের সি ড্রাইভে থাকা অপ্রয়োজনীয় সব ফাইল ডিলিট করতে হবে। ফলে পিসি গতিশীল থাকবে। যদি সম্ভব হয় পিসির ডেস্কটপে প্রোগ্রাম শর্টকাট ছাড়া কোনো ফাইল না রাখাই শ্রেয়। ফাইল থাকার কারণেও পিসি ধীরগতি হয়ে যায়। নিয়মিত পিসির কিছু না কিছু আপডেট চলে আসে। তাই প্রতিটি আপডেট ডাউনলোড করে ইনস্টল করা জরুরি। পিসি আপ-টু-ডেট থাকলে ধীরগতি  হওয়ার আশঙ্কা কমে যায় অনেকাংশে।

স্মার্টফোনের নিরাপত্তার প্রয়োজনে ই-মেইল বা সোশ্যাল মিডিয়ার জন্য পাসওয়ার্ড তৈরি ও বদলে বেশ কিছু নিয়ম মেনে চলা শ্রেয়। কয়েকটি টিপস মেনে পাসওয়ার্ড তৈরি করলে সুরক্ষা নিশ্চিত হবে। এমনকি সেই পাসওয়ার্ড হ্যাক করতেও বেগ পেতে হবে সাইবার অপরাধীদের। স্মার্টফোনের সেটিংসে কিছু কৌশল অবশ্যই কাজে লাগবে।
নতুন পাসওয়ার্ড তৈরির সময় কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হবে। পাসওয়ার্ড এখন ভীষণ জরুরি। পাসওয়ার্ড দিয়ে লগইন না করলে বিশেষ কিছু ওয়েবসাইটে ভিজিট করার অনুমতি মেলে না। পাসওয়ার্ড যথাসাধ্য দুরূহ করতে হবে। কিছু পদ্ধতি মেনেই যা তৈরি করা সহজ।

কালার ইন্ডিকেটর
পাসওয়ার্ড তৈরির সময় বেশ কয়েকটি কালার ইন্ডিকেটর দেওয়া হয়। লাল রং মানে দুর্বল পাসওয়ার্ড। পাসওয়ার্ড ঠিক করার সময় যদি লাল রং দেখেন, তাহলে আরও শক্ত পাসওয়ার্ড তৈরি করতে হবে; যতক্ষণ না সবুজ রং দৃশ্যমান হয়। ‘সবুজ’ রং শক্ত পাসওয়ার্ডের প্রতীক।