ওয়াক্সের পর ত্বকের অস্বস্তি দূরে করণীয়

ওয়াক্সের পর ত্বকের অস্বস্তি দূরে করণীয়

ছবি: সংগৃহীত

সৌন্দর্য সচেতন অনেকেই নিয়মিত হাত-পায়ের রোম তোলেন। পাশাপাশি আন্ডারআর্মসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ওয়াক্স করেন। শরীরের রোম তোলার সবচেয়ে সহজ ও সুরক্ষিত উপায় ওয়াক্সিং। তবে এই কাজটির কিছু খারাপ দিকও আছে। 

ওয়াক্স যদি গরম থাকে তাহলে চামড়া পুড়ে যেতে পারে। অনেকের ওয়াক্স করার পর ত্বকে র‍্যাশ দেখা দেয়। এসব অস্বস্তি এড়াতে ভরসা রাখতে পারেন ঘরোয়া উপায়ে। চলুন জেনে নিই বিস্তারিত- 

ওয়াক্সিং এর মাধ্যমে রোম তোলার পর ত্বকে অস্বস্তি বাড়ে। এই অস্বস্তি কমাতে পায়ে পোস্ট ওয়াক্সিং অয়েল মেখে নিতে পারেন। এতে ওয়াক্সের চিটচিটে ভাব থেকেও মুক্তি পাবেন। র‍্যাশও উঠবে না। 

ওয়াক্সিংয়ের পর গায়ে মেখে নিন ভেষজ অ্যালোভেরা জেল। এটি ত্বকের প্রদাহ কমায়। ওয়াক্স করলে ত্বকে জ্বালাভাব বাড়ে, সেটিও কমবে অ্যালোভেরা জেল। এটি মাখলে ফুসকুড়ি, লালচে ভাবও দেখা যাবে না।

গোসলের আগে ওয়াক্স করবেন না। আবার ওয়াক্সের পর গরম পানিতে গোসল করা যাবে না। স্টিম বাথ নেওয়া যাবে না। ঠান্ডা পানি কিংবা বরফ সেঁক দিতে পারেন। ত্বকে উপর বরফ লাগালে জ্বালাভাব ও প্রদাহের হাত থেকে মুক্তি পাবেন। ওয়াক্স করতে গিয়ে যদি ত্বকের কোনো অংশ পুড়ে যায় তাহলে এই টোটকা কাজে লাগাতে পারেন। 

ওয়াক্সের পর ঠান্ডা পানি দিয়ে হাত-পা মুছে নিন। এরপর ভিটামিন ই-যুক্ত ময়েশ্চারাইজার মেখে নিন। অ্যালোভেরা, ক্যামোমাইল, ক্যালেন্ডুলার মতো উপাদান রয়েছে, এমন ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বকের প্রদাহ কমাবে।

ওয়াক্স শেষে আঁটসাঁট পোশাক পরবেন না। এতে ত্বকের অস্বস্তি বাড়তে পারে। সুতির হালকা পোশাক পরুন। এতে রোম তোলার পর ত্বকে ঘাম জমবে না। ফলে রোমকূপের মুখও পরিষ্কার থাকবে।