ইউক্রেনকে আরো ২০ কোটি ডলারের সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
রাশিযার বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইউক্রেনকে আরো শক্তিশালী করতে নতুন করে ২০ কোটি ডলারের সমরাস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন ওই সমরাস্ত্রের প্যাকেজে কামানের গোলা ও অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা হিমার্সও রয়েছে। খবর তাসের।
হোয়াইট হাউজে মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি সোমবার এ ঘোষণা দিয়েছেন।
জন কিরবি বলেছেন, ইউক্রেনকে গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র ও হিমার্সসহ আরো ২০ কোটি ডলারের সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র।
এছাড়াও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন আলাদা ভাবে আরো নিরাপত্তা সহযোগিতা করবে, যাতে রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ মেয়াদী যুদ্ধে টিকে থাকতে পারে ইউক্রেন।
এর মধ্যে থাকছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ট্যাংক বিধ্বংসী অস্ত্র। পেন্টাগনের পাঠানো আগের অস্ত্র চালানটি এখন ইক্রেনের পথে রয়েছে।
মার্কিনিদের এ নতুন অস্ত্রের চালান পাঠানোর খবরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এসব করে কেবল যুদ্ধ দির্ঘায়ীত করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া দমে যাওয়ার পাত্র না।
এদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভগামী যে কোন অস্ত্রবাহী জাহাজ রাশিয়ার হামলার বৈধ লক্ষ্যবস্ত্রতে পরিণত হবে।