কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মুন্সিগঞ্জে দোয়া

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মুন্সিগঞ্জে দোয়া

সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের দ্রুত সুস্থতার জন্য মুন্সিগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দেশব্যাপী রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালনের অংশ হিসেবে এ সময় কালো ব্যাজ ধারণ ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া শেষে সহিংসতায় নিহত শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। পাশাপাশি এসব ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনায় করা হয় বিশেষ প্রার্থনা ও দোয়া।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র চৌধুরি ফাহরিয়া আফরিন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল কবির মাস্টার, মুন্সিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানু ও সাজ্জাদ হোসেন সাগরসহ পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা।