যশোরে নাতিকে হাতির পিঠে চড়িয়ে বাড়ি নিয়ে গেলেন দাদা

যশোরে নাতিকে হাতির পিঠে চড়িয়ে বাড়ি নিয়ে গেলেন দাদা

ছবিঃ সংগৃহীত।

আব্দুর রাজ্জাক পেশায় একজন ব্যবসায়ী। ছয়দিন আগে দাদা হয়েছেন। এ খুশিতে নাতিকে হাতির পিঠে চড়িয়ে ক্লিনিক থেকে বাড়িতে নিয়ে গেছেন তিনি। শুধু তাই নয়, ক্লিনিকসহ এলাকায় বিতরণ করেছেন মিষ্টি।

এমনই ঘটনা ঘটেছে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায়। এ ঘটনা দেখতে রাস্তায় উৎসুক মানুষ ভিড় করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই সন্ধ্যায় বাগআঁচড়া এলাকার ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ছেলে আল আমিনের স্ত্রীর প্রসব বেদনা উঠলে স্থানীয় রুবা ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের সার্জন ডা. জেরিন আফরোজ নিপুর তত্ত্বাবধানে প্রথমে নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি পুত্রসন্তান জন্ম দেন ওই গৃহবধূ। পরে নবজাতকের দাদা ব্যবসায়ী আব্দুর রাজ্জাক খুশিতে ক্লিনিকসহ এলাকায় মিষ্টি বিতরণ করেন। টানা ছয়দিন ভর্তি রাখার পর বুধবার (৩১ জুলাই) সকালে হাতির পিঠে চড়িয়ে নাতিকে বাসায় নিয়ে আসেন তিনি।

রুবা ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. আহসান হাবিব রানা বলেন, ‘রাজ্জাক ভাই দাদা হওয়ার খুশিতে যে কাণ্ডটা করলেন...আসলে তিনি যে অনেক খুশি হয়েছেন এটা তারই বহিঃপ্রকাশ। নবজাতক ও তার পরিবারের জন্য শুভ কামনা।’