কক্সবাজারের উপকূলে বঙ্গোপসাগরে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ
ফাইল ছবি।
কক্সবাজারের টেকনাফ উপকূলের বঙ্গোপসাগরে একটি মাছধরা নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌকায় থাকা ৪ জেলে আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও আবদুর রহমান (১৭ ) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলে শাহপরীর দ্বীপ ৭নং ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের হাফেজ উল্লাহর পুত্র।
শুক্রবার ভোর ৫ টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া উপকূলে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজমুল হক এ বিষয়টি নিশ্চিত করেন। সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য আবদুল মন্নান জানান, নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ আব্দুর রহমানকে উদ্ধার করতে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা কাজ করছেন।
ডুবে যাওয়া ট্রলারটির মালিক বকসু মিয়া জানান, প্রতিদিনের মত নৌকা নিয়ে ৫ জন মাঝিমাল্লা সাগরে মাছ শিকারে যায়। মাছ শিকার করে ফেরার সময় শাহপরীরদ্বীপ উপকূলে সাগরের ঢেউয়ের আঘাতে নৌকাটি কাত হয়ে ডুবে যায়।
তাৎক্ষণিক নৌকার মাঝিসহ ৪ জন সাঁতরে আরেকটি ট্রলারে উঠে পড়ে। কিন্তু রহমত উল্লাহ নামে একজন জেলে উঠতে পারেনি। তিনি নিখোঁজ রয়েছেন।শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজমুল হক বলেন, সাগরে মাছ ধরার নৌকা ডুবে এক জেলে নিখোঁজ রয়েছেন।
একই নৌকায় থাকা বাকি ৪ জেলে নিরাপদে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া ঘাটে পৌঁছেছেন।