৯ শিশুর মৃত্যুর ঘটনায় করা রিট শুনতে হাইকোর্টের অপারগতা

৯ শিশুর মৃত্যুর ঘটনায় করা রিট শুনতে হাইকোর্টের অপারগতা

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ৯ শিশুর মৃত্যুর ঘটনায় করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।রোববার (৪ আগস্ট) সকালে রিটটি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হয়।

এসময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘রাজনৈতিক ইস্যু রাজপথে সেটেল হওয়া উচিৎ।’

এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শুরু হয়। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রিট করার নেপথ্যে অসৎ উদ্দেশ্য রয়েছে। কেননা তারা দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায়। পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলেও রিটকারীরা কোনো নিন্দা জানায়নি।’