উত্তাল নারায়ণগঞ্জ, বিভিন্ন পয়েন্টে ছাত্র-জনতার অবস্থান

উত্তাল নারায়ণগঞ্জ, বিভিন্ন পয়েন্টে ছাত্র-জনতার অবস্থান

ছবি:সংগৃহীত

নারায়ণগঞ্জে এক দফা দাবিতে মহাসড়ক, সংযোগ সড়ক, ঢাকা নারায়ণগঞ্জ সড়কসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। বিক্ষোভে উত্তাল পুরো নারায়ণগঞ্জ শহর। এছাড়া ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জের বিভিন্ন পয়েন্ট অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা।

রোববার (৪ আগস্ট) সকাল থেকে বিভিন্ন পয়েন্ট ঘুরে সড়কগুলোতে ছাত্র জনতার শক্ত অবস্থান দেখা গেছে। শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারেও অবস্থান নিয়েছে ছাত্র-জনতা।

এদিকে বিভিন্ন স্থানে অবস্থান নেয়ার পাশাপাশি খোলা থাকা কয়েকটি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্র-জনতা এসব প্রতিষ্ঠান বন্ধ রেখে তাদের সাথে যোগ দিতে আহ্বান জানান। এতে ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন মালিকরা।

সকাল থেকে বিভিন্ন বাসা বাড়ির মানুষদেরকেও বাড়ির নিচে ও ছাদে উঠে উৎসুকভাবে ছাত্র-জনতার কার্যক্রম দেখতে দেখা যায়।

তবে সকাল থেকে সড়ক মহাসড়কের কোথায় আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান চোখে পড়েনি।

এদিকে বেলা সোয়া ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা পরিষদে হামলা ও ভাঙচুরে ঘটনা ঘটেছে।

এছাড়া লিংক রোডের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।