উত্তরায় ধাওয়া-পাল্টা ধাওয়া

উত্তরায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি:সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানীর উত্তরায় শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এ সময় এক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। যা এখনো চলছে।

রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এর আগে, আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া দেয় বিক্ষোভকারীরা। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। বিক্ষোভকারীরা বিএনএস থেকে আজমপুর পর্যন্ত সড়কে অবস্থান করছেন। রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

একদফা দাবিতে রোববার সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষিত এ কর্মসূচির প্রভাব রাজধানীর সড়কে দেখা গেছে। তবে স্বাভাবিকের চেয়ে কম দেখা গেছে যানবাহন।

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার (২ আগস্ট) নতুন কর্মসূচি ঘোষণা করে। তারা জানায়, শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার (৪ আগস্ট) থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। এই কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়