খুলনায় কয়রা উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে জনতার ওপর গুলি, আহত ১০

খুলনায় কয়রা উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে জনতার ওপর গুলি, আহত ১০

ছবিঃ সংগৃহীত।

খুলনার কয়রা উপজেলা চেয়ারম্যান জি এম মহসিন রেজার বডিগার্ডের গুলিতে ১০ জন আহত হয়েছেন। সরকার পতনের পর অন্যান্য দলের নেতাকর্মীরা মিছিল সহকারে উপজেলা চেয়ারম্যানের বাড়ির দিকে গেলে তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়।

গুলিতে গুরুতর আহতরা হলেন সাব্বির, আবু মুসা ও নুরুজ্জামান। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে খণ্ড খণ্ড মিছিল সহকারে শত শত জনতা আনন্দ মিছিল করতে থাকেন। তাদের মিছিল থেকে উপজেলা সদরে অবস্থিত উপজেলা চেয়ারম্যান জি এম মহসিন রেজার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এসময় সাবেক এমপি আখতারুজ্জামান বাড়িতেও আগুন দেওয়া হয়। একপর্যায়ে মহসিন রেজার বাড়ি থেকে জনতার ওপর গুলি বর্ষণ করা হয়। পরে বাড়ির গেট ভেঙে জনতা মহাসিন রেজার বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়রা খবর দিলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি।

একাধিকবার চেষ্টা করেও কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।