বঙ্গভবন থেকে বেরিয়ে যা বললেন আসিফ নজরুল

বঙ্গভবন থেকে বেরিয়ে যা বললেন আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল

দেশে বিশৃঙ্খলা-ধ্বংসযজ্ঞ প্রতিরোধে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবন থেকে বের হয়ে তিনি আহ্বান জানান।

আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার সরকারের পদত্যাগের মধ্য দিয়ে সৃষ্ট পরিস্থিতি দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে। ছাত্র-জনতাকে এই বিশৃঙ্খলা-ধ্বংসযজ্ঞ প্রতিরোধ করতে হবে।

তিনি বলেন, আমাদের ছাত্র-জনতার বিজয় হয়েছে। এখন প্রয়োজন সবার শান্ত-সংযত হওয়া। সবাই ধৈর্যশীল হোন। অতীতে যেসব অপরাধ হয়েছে, প্রতিটি ঘটনার বিচার হবে। সুতরাং কোথাও কেউ প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়াবেন না।

এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে সবাইকে ভূমিকা রাখতে তিনি আহ্বান জানান।

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আল্লাহর রহমতে দানবের হাত থেকে জাতি মুক্তি পেলো। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সেইসঙ্গে গত কিছুদিনে যত রাজনৈতিক নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে তাদেরও মুক্তি দিতে হবে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে।