পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মীর জামিন

পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মীর জামিন

ফাইল ছবি

পঞ্চগড়ে কোটা সংস্কার আন্দোলনের সময় দায়ের করা তিন মামলায় বিএনপি ও জামায়াতের ৩৮ নেতাকর্মীকে মুক্তি দিয়েছেন আদালত। তাদের মধ্যে বিএনিপির ২০ জন ও জামায়াতের ১৮ জন।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে জেলা কারাগার থেকে মুক্তির পর তাদের ফুল দিয়ে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর; নাশকতা ও সরকারি কাজে বাধা দানের অভিযোগ আনা হয়েছিল।

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, মিথ্যা অভিযোগের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল। জামিন আবেদন করা হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।