সৌদির কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদির কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবিঃ সংগৃহীত।

সৌদির কাছে অফেনসিভ অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। শুক্রবার (৯ আগস্ট) দেশটির পররাষ্ট্রদপ্তর এই তথ্য জানিয়েছে। তিন বছর আগে ইয়েমেন যুদ্ধের সমাপ্তি টানতে যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছিল সেখান থেকে এখন সরে আসা হচ্ছে।

মার্কিন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সৌদির আরবের কাছে আকাশ থেকে স্থলে নিক্ষেপযোগ্য স্থল অস্ত্রের ওপর যে স্থগিতাদেশ ছিল তা তুলে নেওয়া হচ্ছে। এখন প্রথাগত অস্ত্র নীতি অনুযায়ী দেশটিকে অস্ত্র সরবরাহের বিবেচনা করা হবে।

একজন কংগ্রেশনাল সহযোগী জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে প্রশাসন কংগ্রেসকে ব্রিফ করেছে চলতি সপ্তাহে।

মার্কিন আইনের অনুযায়ী, বড় আন্তর্জাতিক অস্ত্র চুক্তিগুলো চূড়ান্ত হওয়ার আগে কংগ্রেসের সদস্যদের দ্বারা পর্যালোচনা করতে হয়। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবকে অস্ত্র দেওয়ার ব্যাপারে প্রশ্ন তুলেছিল ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান আইনপ্রণেতারা। কারণ সে সময় সৌদি জোট ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়ে আসছিল।

২০২২ সালে সৌদি ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। এরপর থেকে তাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ রয়েছে।