প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে

ফাইল ছবি

 অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। সব ঠিক থাকলে আজ বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সোমবার বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবনে বিএনপি নেতারা বৈঠকে অংশ নেবেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বিএনপি স্থায়ী কমিটি সদস্যরা অংশ নেবেন।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়। নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।