কাশ্মীরি ইলিশ রান্নার রেসিপি

কাশ্মীরি ইলিশ রান্নার রেসিপি

ছবিঃ সংগৃহীত।

বর্ষাকালে ইলিশ খাওয়ার ধুম পড়ে যায় ঘরে ঘরে। যদিও ইলিশের দাম বেশ চড়া, তবুও এই মাছের স্বাদ নিতে একদিনের জন্য হলেও অনেকেই বাজার থেকে বড় মাপের ইলিশ কিনে ঘরে ফেরেন। শুধু ইলিশের সুস্বাদু পদ খাওয়ার জন্য।

তেমনই সুস্বাদু ও জিভে পানি আনার মতো এক পদ হলো কাশ্মীরি ইলিশ। খুব সহজেই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আপনি ঘরেই তৈরি করতে পারবেন পদটি। রইলো রেসিপি-

উপকরণ

১. ইলিশ মাছের টুকরো ৪টি

২. পোস্ত বাটা ১ চামচ

৩. কাশ্মীরি মরিচ বাটা ১ বড় চামচ

৪. লবণ স্বাদমতো

৫. জিরার গুঁড়া

৬. হলুদের গুঁড়া ও

৭. সরিষার তেল পরিমাণমতো।

পদ্ধতি

একটি বড় প্যানে তেল গরম করে নিন। তারপর লবণ ও হলুদে মাখানো ইলিশের টুকরো ভালো দিয়ে হালকা করে ভেজে নিন। এরপর মাছ তুলে নিয়ে একই প্যানে কাশ্মীরি মরিচ বাটা, জিরার গুঁড়া দিয়ে ভালো নেড়ে নিন।

কিছুক্ষণ কষা হবে। তারপর সামান্য পানি দিয়ে স্বাদমতো লবণ মিশিয়ে মাছ ভালো করে রান্না করে নিন। ৭-১০ পর নামিয়ে নিন। চাইলে কাঁচা মরিচও দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে যাবে কাশ্মীরি ইলিশ। গরম গরম ভাতের সঙ্গে দারুণ মানিয়ে যাবে ইলিশের এই বিশেষ পদ।