সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কাঠালিয়ার হুমায়ুন নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কাঠালিয়ার হুমায়ুন নিহত

ছবিঃ সংগৃহীত।

সৌদি আরবের রাজধানী রিয়াদের আল-আফলাজ শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের মো: হুমায়ুন কবির।সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৩টায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

নিহত মো: হুমায়ুন কবির খান (৪০) উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের মরহুম আবদুল করিম খানের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

নিহতের স্বজন মামুন মোল্লা জানান, সৌদি আরবের জুইফা এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে পাঁচ বছর চাকুরি করতেন। ২০২১ সালের শেষের দিকে দেশে এসেছিলেন হুমায়ুন কবির। তিন মাস দেশে থাকার পর, গত দেড় বছর আগে একই মালিকানা কোম্পানিতে কাজে যোগ দিতে সৌদি আরবে যান তিনি। গতকাল সোমবার আফলাজ শহর থেকে ছাগলের খাবার নিয়ে জুইফায় ফিরছিলেন। আসার পথে বাংলাদেশ সময় বিকেল ৩টায় দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে মারা যায় হুমায়ুন কবির।

প্রতিবেশী স্কুলশিক্ষক মো; এমাদুল হক জানান, লোকটি ভালো ছিল। অনেক ঋণ করে পরিবারে স্বচ্ছলতা ফিরাতে সৌদি আরবে যায় হুমায়ুন কবির। তার মৃত্যুতে পরিবারটি এখন অনেকটা অসহায় হয়ে পরবে।