শেখ হাসিনা অচল হয়ে গেছেন, তার আর মূল্য নেই: দুলু

শেখ হাসিনা অচল হয়ে গেছেন, তার আর মূল্য নেই: দুলু

ছবি:সংগৃহীত

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, শেখ হাসিনা বিশ্বের অনেক দেশেই আশ্রয় চেয়ে বেড়াচ্ছেন। কিন্তু ভারত ছাড়া কোনো দেশই তাকে রাখতে রাজি হচ্ছে না। তিনি অচল হয়ে গেছেন, যে কারণে তার আর মূল্য নেই। দেশের মানুষের কাছে যে অন্যায় অত্যাচার করেছে সে কারণেই বিশ্বের কোথাও তার স্থান হবে না।

শুক্রবার (১৬ আগস্ট) লালমনিরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মিরাজের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, মেধাবী শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছিল। কি দোষ তাদের? শুধু কোটা সংস্কার ছাড়া অন্য কিছুই দাবি করেনি। কিন্তু স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনার হুকুমে দেশের অনেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসবের বিচার এই দেশের মাটিতেই হবে।

তিনি আরও বলেন, মিরাজের স্মৃতি রক্ষায় বিএনপি উদ্যোগ গ্রহণের পাশাপাশি মামলা দায়েরেরও প্রস্তুতি নিচ্ছে।

প্রসঙ্গত, যাত্রাবাড়ীতে কোটা সংস্কার আন্দোলনের মিছিলে অংশ নেয় মিরাজ। এরপর গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর মিছিলে দুর্বৃত্তদের গুলিতে আহত হয় সে। পরে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।