মাহিন্দ্রা আনল ব্যাটারিচালিত মিনি পিকআপ

মাহিন্দ্রা আনল ব্যাটারিচালিত মিনি পিকআপ

সংগৃহীত

ভারতের খ্যাতনামা অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ব্যাটারিচালিত মিনি পিকআপ এনেছে। যার মডেল মাহিন্দ্রা ই-আলফা প্লাস। এটি মূলত কার্গো ক্যারিয়ার। যা সম্পূর্ণ ইলেকট্রিক। এটি দেখতে অনেকেটাই বেশি ট্যাক্সির মতোই। পেছনের অংশে মালামাল বহনের জন্য অনেকটাই জায়গা রয়েছে। তিন চাকার এই বাহন কেনা যাবে সাশ্রয়ী দামে। 

কোম্পানির মতে, নতুন ই-আলফা প্লাস ইলেকট্রিক থ্রি-হুইলারটি শহর ও গ্রামীণ উভয় রাস্তায় চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। এতে যাত্রী ও চালক উভয়ের সুবিধার দিকে খেয়াল রাখা হয়েছে।

মাহিন্দ্রার নতুন এই বৈদ্যুতিক বাহনটি দৈনন্দিন ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এই মডেলটি এক দেখাতেই পছন্দ হবে সবার। এই মডেলের বৈদ্যুতিক মোটরটিতে একটি ১৫০ অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ইলেকট্রিক অটো ওশেন ব্লু সহ মোট পাঁচটি ভিন্ন পেইন্ট স্কিমসহ পাওয়া যাবে এই তিন চাকার পরিবেশবান্ধব গাড়ি। নতুন এই ইলেকট্রিক অটোর চেহারা বেশ আকর্ষণীয়। 

ভারতে এই মিনি পিকআপের দাম ১ লাখ ৬১ হাজার ১১৩ রুপি।