ঝিনাইদহে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

ঝিনাইদহে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

ছবি:সংগৃহীত

ঝিনাইদহে চার দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে শহরের ওয়াজির আলী স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বর মোড়ে এসে শেষ হয়। সেখানে মানববন্ধন পালন করেন তারা।

এসময় বক্তারা বলেন, আমাদের উপর জোরপূর্বক পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সকল পরীক্ষার্থীরা আন্দোলনের সময় আহত হয়েছে। সেজন্য আমাদের স্থগিত পরীক্ষা না নিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। আন্দোলনের সময় এইচএসসি পরীক্ষার্থীরাও সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। যার কারণে তারা পড়াশোনার সুযোগ পাননি। ফলে হঠাৎ করে আমাদের পরীক্ষা নেওয়াটা রীতিমতো অন্যায় হচ্ছে।