গাইবান্ধায় ২ যুবকের কাছে মিললো ৫ কেজি গাঁজা

গাইবান্ধায় ২ যুবকের কাছে মিললো ৫ কেজি গাঁজা

প্রতিকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ সময় আরিফুল ইসলাম (৩০) ও শাহিন আলম (২০) নামের দু’মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার (২০ আগস্ট) উপজেলার লখিয়ারপাড়া ও চরখোদ্দা এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতার আরিফুল ইসলাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বেলদহ গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে এবং শাহিন আলম ফুলবাড়ি উপজেলার কিশামত শিমুলবাড়ী গ্রামের ফরজ আলীর ছেলে।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলের দিকে হরিপুর ইউনিয়নের লখিয়ারপাড়ার কাশেম বাজার খেয়াঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে আরিফুল ইসলামের কাছে থাকা চার কেজি শুকনো গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।  

এদিকে দুপুরের দিকে তারাপুর ইউনিয়নের চরখোদ্দা এলাকার রাস্তার ওপর মাদক বিক্রির সময় মোটরসাইকেলের সিট কভারের নিচ থেকে এক কেজি গাঁজাসহ শাহিনকে গ্রেফতার করা হয়।  

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুল আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।