ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

সংগৃহীত

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে জেলা শহরের সাতমাথায় সামাজিক সংগঠন হৃদয়ে বগুড়ার আয়োজনে কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেএসডির কেন্দ্রীয় সদস্য রেজাউল বারী দীপন, বাংলাদেশ প্রতিদিন বগুড়া অফিসের সিনিয়র রিপোর্টার আব্দুর রহমান টুলু, নিউজটোয়েন্টিফোর বগুড়ার রিপোর্টার আব্দুস সালাম বাবু, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, দৈনিক কালের কণ্ঠের ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি ডা. সিরাজুল হক ফাইন, সাধারণ সম্পাদক আশফাকুর রহমান চন্দন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বগুড়া প্রেস ইউনিটের ডেপুটি ম্যানেজার কারিম উল্লাহ, বণিক বার্তার প্রতিনিধি এইচ আলিম, দৈনিক বাংলার প্রতিনিধি প্রবীর মোহন্ত, সাংস্কৃতিক কর্মী রবিউল করিম হৃদয়, সাংবাদিক আল আমিন, মামুনুর রশিদ, সজল শেখ, ববিন রহমান, ব্যবসায়ী রেজাউল করিম ডাবলু, আব্দুর রহমান, লিটন রহমান প্রমুখ।