টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত লক্ষ্মীপুর

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত লক্ষ্মীপুর

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানি ঢুকে পড়ে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকার কয়েকটি গ্রাম। এতে তলিয়ে গেছে বসতবাড়িসহ ফসলি জমি।

সরেজমিনে দেখা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ, করইতলা ও চর লরেঞ্চ গ্রামগুলোর মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। একইসঙ্গে মেঘনার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে মতিরহাট, নাছিরগঞ্জ ও মতাব্বর হাটসহ উপকূলীয় গ্রামগুলো। এতে অনেকের মাছের ঘের ভেসে গেছে।

চর মার্টিন এলাকার নাসিমা বেগম জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও অতিরিক্ত জোয়ারের পানিতে তাদের ঘর-বাড়ি তলিয়ে গেছে। চুলাতে পানি উঠে যাওয়ায় খাবার তৈরিতে সমস্যা হচ্ছে।

জানা গেছে, ‘রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প’-এর জন্য ৩ হাজার ১০০ কোটি টাকা অনুমোদন হয়েছে। তবে কাজের ধীর গতির কারণে সেই বাঁধ নির্মাণ এখনও সম্পন্ন হয়নি।

দ্রুত বাঁধ নির্মাণকাজ সম্পন্ন হলে জোয়ারের পানিতে প্লাবিত হওয়া থেকে পরিত্রাণ মিলবে, এমনটাই আশা স্থানীয়দের।

পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে, নদীতে স্বাভাবিকের চেয়ে প্রায় এক মিটার পানির উচ্চতা বেড়েছে। পূর্ণিমার প্রভাবে নদী উত্তাল থাকায় আরও অন্তত তিনদিন এমন পরিস্থিতি থাকতে পারে