ধর্ষণ ঠেকাতে মোদিকে চিঠি দিলেন মমতা

ধর্ষণ ঠেকাতে মোদিকে চিঠি দিলেন মমতা

ফাইল ছবি

ধর্ষণ ঠেকাতে কঠোর আইন করার দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তাই ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এ চিঠি পাঠান। 

মমতার মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের উদ্ধৃতি দিয়ে দ্য হিন্দু অনলাইন এ তথ্য নিশ্চিত করেছে। 

চিঠিতে ফাস্ট স্ট্র্যাক আদালতের মাধ্যমে ১৫ দিনের মধ্যে যাতে দোষীর বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি রয়েছে।

তৃণমূলের সংসদ সদস্য তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের সরকারকে অনুরোধ করেন– তারা যেন ধর্ষণবিরোধী কঠোর আইন বলবৎ করতে কেন্দ্রীয় সরকারকে চাপ দেন। 

সমালোচনার মুখে রাজ্য সরকার

সুপ্রিম কোর্টও নানা প্রশ্ন তুলেছেন আর জি কর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় সমালোচনার মুখে আছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টও নানা প্রশ্ন তুলেছেন। এ আবহে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা।

চিঠিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, দেশে ধর্ষণ ও খুনের ঘটনা বাড়ছে। প্রতিদিন গড়ে ৯০টি ধর্ষণের ঘটনা ঘটছে। এ ধরনের ‘গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল’ ঘটনা বন্ধে অবিলম্বে কড়া আইন আনা প্রয়োজন।