লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে পুলিশের শুকনো খাবার বিতরণ

লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে পুলিশের শুকনো খাবার বিতরণ

সংগৃহীত

লক্ষ্মীপুরে জেলা পুলিশের পক্ষ থেকে শুকনো খাবার, পানি, ওরস্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে বন্যার্ত মানুষের মাঝে।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে জেলা পুলিশের একটি দল পানিবন্দী বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন।

এরপর লক্ষ্মীপুর পৌরসভার (১৪নং ওয়ার্ড) বাঞ্ছানগর এলাকায় অবস্থিত পৌর আইডিয়াল কলেজ এলাকায় অসংখ্য পানিবন্দী পরিবারের সদস্যদের হাতে শুকনো খাবার ও ঔষধ তুলে দেওয়া হয়।

সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবি ছিদ্দিক, সরকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার, (ওসি তদন্ত) নিজাম উদ্দিন ভুঁইয়া, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জহির উদ্দিন ও খালেদ মোহাম্মদ আল-আমিনসহ প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার এবি ছিদ্দিক বলেন, বাংলাদেশ পুলিশ দেশের সকল ক্লান্তিলগ্নে মানুষের পাশে আছে এবং পাশে থাকবে। পুলিশ সুপার তারেক বিন রশিদের নির্দেশে আমরা জেলা পুলিশ পানিবন্দী মানুষের খোঁজখবর নিচ্ছি ও তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করছি।