ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

ফাইল ছবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৮ থেকে ২২ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি’র শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২৪ আগস্ট) ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে মিডল্যান্ড ব্যাংক পিএলসি’র শেয়ার দর বেড়েছে ১২.০৯ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২১.৫০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৪.১০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসই’র সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে ন্যাশনাল ব্যাংকের ৯.৩৩ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৮.৩১ শতাংশ, ইসলামী ব্যাংকের ৭.৭৭ শতাংশ, দুলা মিয়া কটনের ৬ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫.৩৩ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৪.৩১ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ৩.৫৯ শতাংশ ও জিকিউ বলপেনের ৩.৪৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।