সাপের কামড়ে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু

সাপের কামড়ে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু

ছবি : প্রতীকি

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর গ্রামে সাপের কামড়ে কিরণ হোসেন (১১) নামের এক শিশু মৃত্যুবরণ করে। নিহত কিরণ কাজিপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

বুধবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। কিরণ হোসেন কাজিপুর গ্রামের বর্ডার পাড়ার কৃষক রহিদুল ইসলামের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় কিরণের পায়ে সাপ কামড় দিলে তার ঘুম ভেঙে যায়। বিষয়টি তার বাবা-মাকে জানালেও তারা সাপ দেখতে না পারায় বিষয়টি এড়িয়ে যায়। কোনো সমস্যা হবে না এমন আশা দিয়ে কিরণকে ঘুমিয়ে পড়তে বলেন তারা। ‌তবে রাত ১১টা ত্রিশের দিকে কিরণের শারীরিক অবস্থার অবনতি ঘটে। মারাত্মক অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার বাবা-মায়ের নজরে আসে। রাতেই তাকে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে হাসপাতালের চিকিৎসকরা কিরণের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবদুল আল মারুফ। ‌