আজ লা লিগার ম্যাচে নামছে রিয়াল

আজ লা লিগার ম্যাচে নামছে রিয়াল

ফাইল ছবি

লা লিগায় জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আজ লাস পালমাসের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। চোটের কারণে এ ম্যাচে বেশ কিছু তারকা ফুটবলারকে পাচ্ছেন না কোচ কার্লো আনচেলত্তি। গ্রান কানারিয়ায় ম্যাচটি শুরু হবে রাত দেড়টায়।

এবারের লা লিগা জয় দিয়ে শুরু করতে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবার সেই জয়ের ধারা ধরে রাখতে লাস পালমাসের বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা।

প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেয়েছে রিয়াল। পয়েন্ট টেবিলে নিজেদের এগিয়ে নিতে তাই এ ম্যাচটাকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই বর্তমান চ্যাম্পিয়নদের সামনে।

গেল মৌসুমে রিয়ালের তারকা ফুটবলার টনি ক্রুসের অবসর ঘোষণার পর শক্তিমত্তা আরো বাড়িয়েছে কার্লো আনচেলত্তির দল। কিলিয়ান এমবাপ্পে ও এনদ্রিকের যোগদানের পর নতুন মিশনে মাদ্রিদিস্তারা।

অবশ্য লিগে বিগত দুই ম্যাচে তেমন কোনো ঝলক দেখাতে পারেননি এমবাপ্পে। রিয়ালের হয়ে নিজের অভিষেকের ম্যাচ উয়েফা সুপার কাপের ফাইনালে গোল পেলেও লা লিগায় এখনও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি ফরাসি তারকা।

রিয়াল মাদ্রিদ শিবিরে রয়েছে চোটের লম্বা তালিকা। আন্তর্জাতিক বিরতির পর অনুশীলনে চোট পেয়ে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন জুড বেলিংহাম। চোটের কারণে আরেক মিডফিল্ডার কামাভিঙ্গাকেও পাওয়া যাবে না এ ম্যাচে।

এছাড়া দুই ডিফেন্ডার ডেভিড আলাবা ও জেসুস ভালাজ্জোকেও দেখা যাবে না সাদা জার্সিতে। এ অবস্থায় কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়ায় কৌশল পরিবর্তন করতে পারেন মাদ্রিদ কোচ। এ ম্যাচে ৪-২-৩-১ ফর্মেশনে সাজানো হতে পারে একাদশ।

ভিনিসিয়ুস জুনিয়র, আর্দা গুলার ও রদ্রিগোর সঙ্গে এমবাপ্পেকে নিয়েই আক্রমণভাগ সামাল দিবে রিয়াল মাদ্রিদ। এছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে পালমাসের বিপক্ষে ম্যাচ দিয়ে দলে ফিরবেন ফারল্যান্ড মেন্ডি।  

পালমাসের বিপক্ষে জানুয়ারিতে সবশেষ মাঠে নেমেছিল রিয়াল। সে ম্যাচে ২-১ গোলে জয় আদায় করে নেয় তারা। এছাড়া সবশেষ ৫ ম্যাচে ৪টিতে জয় পেয়েছে মাদ্রিদ। পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও নিজেদের শেষ ৬ ম্যাচেই জয় পাওয়া পালমাসও আত্মবিশ্বাসী।