ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

ফাইল ছবি

ফেনীতে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। জেলা প্রশাসক জানিয়েছেন, এখনও ৪৪১টি আশ্রয়কেন্দ্রে ৬৬ হাজার ২৮২ জন আশ্রিত রয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা বন্যা চলাকালীন বিভিন্ন সময় মৃত্যুবরণ করেছেন। বন্যায় জেলার প্রায় ১০ লাখ মানুষ দুর্যোগের শিকার হয়েছেন। 

এখনও শহরের পেট্রোবাংলা, মধুপুর, বিরিঞ্চি, মাস্টার পাড়া, লমী হাজারী বাড়ি সড়ক, পানিতে তলিয়ে আছে। অন্যান্য পাড়া থেকে পানি অনেকটা নেমে গেছে। সদর উপজেলার মোটবি, পাঁচগাছিয়া, ফাজিলপুর, ধর্মপুর ও ফরহাদ নগরের মানুষ এখনও পানিবন্ধী রয়েছে। দাগনভূঞার পূর্বচন্দ্রপুরসহ বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ পানিবন্ধী দশা থেকে এখনও মুক্তি পায়নি। অন্যান্য উপজেলার নিম্নাঞ্চল এখনও পানির নিচে রয়েছে।
জেলার অনেক এলাকায় এখনো বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় বাসীন্দারা খুব কষ্ট করছেন। 

বন্যার সময় যারা বাড়ি ছেড়েছেন তারা বাড়িতে ফেরা শুরু করেছেন। বাড়ি ফেরা মানুষ জানান, তাদের সাজানো সংসারের সব কিছু ধবংস হয়ে গেছে।