প্যারা অলিম্পিকে টাইব্রেকে বাংলাদেশের ঝুমার বিদায়

প্যারা অলিম্পিকে টাইব্রেকে বাংলাদেশের ঝুমার বিদায়

ছবি: সংগৃহীত

অলিম্পিকের পর প্যারিসে শুরু হয়েছে প্যারা অলিম্পিক। বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে চলমান অলিম্পিকে বাংলাদেশের দুইজন আরচ্যার অংশগ্রহণ করছেন। আজ (শুক্রবার) নারী কম্পাউন্ড ইভেন্টে বিদায় নিয়েছেন ঝুমা আক্তার। 

এদিন মেয়েদের কম্পাউন্ড একক ইভেন্টে ১/১৬ রাউন্ডে পোল্যান্ডের মার্কিতান্তোভার সঙ্গে ১৩৮-১৩৮ পয়েন্টে ড্র করেন ঝুমা। টাইব্রেকিংয়ে দুই জনই সমান ১০ স্কোর করেন। তবে মার্কিতান্তোভার তির ১০ প্লাস হওয়ায় তিনি খেলবেন প্রি-কোয়ার্টার ফাইনালে। 

এর আগে ঝুমা আক্তার প্যারা অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। প্যারা অলিম্পিকে বাংলাদেশের এটাই প্রথম কীর্তি। ফলে ঝুমার প্রতি বাংলাদেশের প্রত্যাশাও ছিল। সেই প্রত্যাশা পূরণ পুরোপুরি করতে পারলেন না। নক আউট পর্বের প্রথমেই বাদ পড়লেন এই প্যারা-আরচ্যার।

বাংলাদেশ থেকে প্যারা অলিম্পিকে অংশ নিচ্ছেন আরেক আরচ্যার আল আমিন হোসেন। তিনি রিকার্ভ এককে প্রি-কোয়ার্টার ফাইনালে লড়বেন মেক্সিকোর মলিনা স্যামুয়েলের সঙ্গে।