বন্যার্তদের মঙ্গল কামনায় গাইবান্ধায় প্রদীপ প্রজ্বলন

বন্যার্তদের মঙ্গল কামনায় গাইবান্ধায় প্রদীপ প্রজ্বলন

সংগৃহীত

দেশের ফেনী, কুমিল্লা ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানের বন্যার্ত মানুষ ও সব প্রাণীর মঙ্গল কামনায় গাইবান্ধায় প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।  

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখা। 

এ সময় ১০৮টি মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয় এবং বন্যার্ত মানুষ ও সব প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

গাইবান্ধার কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে বিশেষ প্রার্থনা ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনে উপস্থিত ছিলেন - বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রনজিৎ বকসী সূর্য, সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা সভাপতি সুমন চক্রবর্তী, সহ-সভাপতি জয়ন্ত প্রসাদ, সাংবাদিক সঞ্চয় সাহা, সাধারণ সম্পাদক অভিজিৎ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ সাহা, শক্তি রায়, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কুশালিশীষ চক্রবর্তী সাগর, দপ্তর সম্পাদক আপন বর্মনসহ আরও অনেকে।