সীমান্তে পাওয়া গেলো ভারতীয় মর্টার শেল

সীমান্তে পাওয়া গেলো ভারতীয় মর্টার শেল

ছবিঃ সংগৃহীত।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাওয়া গেলে ভারতীয় মর্টার শেল। শনিবার সকালে মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে একটি সীমের জমিতে মর্টার শেলটি পাওয়া যায়।

৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর ওবাইদুর রহমান জানান, গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে বিজি লড়াই ঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিক ভাবে নিয়েছিলো এলাকাবাসী।

শনিবার সকালে ওই গ্রামের কৃষক নাজু হোসেন তার সীমের জমিতে গিয়ে মর্টার শেলটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি এসে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

মর্টার শেল পাওয়ার ঘটনায় ভারতীয় সীমান্ত রক্ষীদের কাজে প্রতিবাদ পাঠানো হয়েছে। সেই সাথে পতাকা বৈঠকের আহ্বান করা হলে তারা আজ করতে অস্বীকার করেছে।

তবে আগামীকাল পতাকা বৈঠক হবে। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে মর্টার সেল নিস্ক্রিয় করবে।