যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন সাকিব

যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান-ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ সময় পার করে আপাতত ক্রিকেটে ফেরা হচ্ছে  না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে তাই পরিবারের সাথে সময় কাটাতে আবারো যুক্তেরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন তিনি। 

আজ বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশ ছাড়বেন সাকিব আল হাসন।

জাতীয় দলের ক্রিকেটারদের বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার দায়িত্বে থাকা ওয়াসিম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা থেকে আগামী ২৯ অক্টোবর মুক্ত হবেন তিনি। শ্রীলঙ্কা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারতেন সাকিব। সিরিজের দ্বিতীয় টেস্ট থেকেই তার খেলার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই সিরিজকে সামনে রেখে ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করেন সাকিব।

বিকিএসপিতে ২৫ দিনের অনুশীলনে সাকিব পাশে পেয়েছেন তার শৈশবের দুই কোচ নাজমুল আবেীন ফাহিম ও মোহাম্মদ সালাহউদ্দিনকে। অনুশীলন বলতে গেলে ভালোই হয়েছে। কিন্তু যেটাকে লক্ষ্য সাকিবের দেশে ফেরা, সেটাই ভণ্ডুল হয়ে গেছে।

লঙ্কা সিরিজটি স্থগিত হওয়ায় সহসাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং ওয়ানডে বাকি থাকলেও সেটা নিয়ে আলোচনা নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ দুটি আয়োজনের জন্য সময়ই বের করতে পারছে না। বাংলাদেশের পরবর্তী সিরিজ আগামী বছরের জানুয়ারিতে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হবে সাকিবের।